শিরোনাম:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের এক মতবিনিময় সভা আজ অনুষ্টিত হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত প্লাটিনাম রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জাব্বার ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিমকোর্ট ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা দেশে গনতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে সর্বাত্মক অবদান রাখার সংকল্প ব্যক্ত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী শক্তিকে আরো দৃঢ় করতে গড়ে উঠা আন্দোলন আরো ত্বরান্বিত করতে গুরুত্বারোপ করা হয়।
কেকে/এমএস//