শিরোনাম:
মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- Update Time : ১২:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা মামলায় ময়মনসিংহের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন।
বিষয়টি নিয়ে শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও তাপস কান্তি বল।
প্রসিকিউটর তাপস কান্তি বল সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধের সময় সংগঠিত এই ১২ আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শেষ পর্যায়ে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ১২ জনকে গ্রেফতার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ডিএএম//