শিশুদের করোনার টিকা দেয়া শুরু
- Update Time : ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে শিশুদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে।
স্কুলশিক্ষার্থীদের মধ্যে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার ১৪ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জে কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ১২ থেকে ১৭ বছর বয়সিদের টিকা প্রয়োগ শুরু হয়। তাদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা।
মানিকগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে ১০ জন, কর্ণেল মালেক উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫০ জন ও মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জনসহ মোট ১২০ জনকে করোনার দেয়া হবে টিকা। টিকা দেওয়া শেষে তাদেরকে ৭ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে। মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।
১২ থেকে ১৭ বছরের ১ কোটি শিশুকে ফাইজারের টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
এসএম/কেকে//