কলকাতা প্রতিনিধি :
বিধায়ক হতে কোনো বাঁধা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি আগেই জানা ছিল। তবু বিজেপির তরুণ প্রার্থী সাথে সিপিএমও একটু উত্তেজনা ছড়িয়েছে।
সব শংকা ম্লান হয়ে গেলো মমতার ভূমিধস বিজয়ে। অতীতের সব রেকর্ড ভঙ্গ হলো ভোটের ব্যবধানে।
ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন মমতা। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপি-কে হারিয়ে ভবানীপুরে টানা হ্যাটট্রিক জয় পেয়ে নিজের আগের রেকর্ড ভেঙে দিলেন এই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই জয়ে তৃণমূল নেতাকর্মীদের মুখে এখন একটাই স্লোগান ‘ভি ফর ভিক্টরি, ভি ফর ভবানীপুর; ভি ফর ভারত।’
এই উপনির্বাচনে জয়ের পর মমতার জন্য পশ্চিমবঙ্গের মসনদ যেমন শক্তিশালী হলো, তেমনি দিল্লির দিকে এক ধাপ এগোলেন তিনি।
২০২৪ সালে পরবর্তী লোকসভা নির্বাচন। ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার মমতা। আর সে কারণেই নরেন্দ্র মোদির বিরোধী রাজনৈতিক দলগুলোকে কয়েক মাস ধরে একত্রিত করছিলেন মমতা। এই উপনির্বাচন যেমন বাড়তি শক্তি দিল মমতাকে, তেমনি বাড়তি অক্সিজেন যোগান দিল মোদিবিরোধী রাজনৈতিক দলগুলোকে।
এছাড়াও রাজ্যের অন্য উপনির্বাচনেও তৃণমূল জয় পেয়েছে। নন্দীগ্রামে নানামুখী স্বরযন্ত্রের জবাব দিলো ভবাণীপুরবাসী। তারা বিপুল সংখ্যক ভোটে পরাজিত করলো বিজেপিকে। যদিও এখানে ভোট কাস্ট কম হয়েছে।
ডিএএম/কেকে//
Leave a Reply