শিশু তানিয়ার দুই খুনির মৃত্যুদণ্ড বহাল

- Update Time : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ৯ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক :
২০০৫ সালে পটুয়াখালী জেলার দশমিনা থানার নাবালিকা শিশু তানিয়াকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে আজ রায় দেন।
দুই আসামি হলেন-দশমিনার গাচিয়ানির খোরশেদ হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওরফে পাচু ওরফে সুমন ওরফে নুরুল আলম এবং আবু তাহের খলিফার ছেলে মো. মিরাজ খলিফা। তবে এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি জাফর গাজী ইতোমধ্যে মৃত্যুবরণ করায় তার আপিল বাদ (অ্যাবেট) দেয়া হয়েছে।
এই তিন আসামি ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা দশমিনা থানার নাবালিকা শিশু তানিয়াকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করে। মামলার তদন্ত কালে তিনজন অভিযুক্ত আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিচার শেষে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ২০০৬ সালের ২৭ এপ্রিল ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন।
নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিদের আপিলের সূযোগ রয়েছে। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করেন। এ রায়ের বিরুদ্ধেও আসামিরা আপিল করেন। আজ শুনানি শেষে আসামিদের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ রায়ের বিষয়টি জানান।
ডিএএম/এসএস//