শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে হতাহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক
- Update Time : ০২:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইছকা বিলে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
আজ এক বার্তায় আইনমন্ত্রী বলেন, নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাবেন। এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহবান জানান তিনি।
মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আইনমন্ত্রী।
পিআর/ডিএএম//