দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
- Update Time : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২০ জন।
এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৯৯১ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার ২১ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। শনাক্তের হার ১৬.৭১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে ১৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৫ হাজার ৯৯৩ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে সংক্রমণ ও মৃত্যু ঘটছে। ইতোমধ্যে মৃত্যু সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
ডিএএম/এসএম//