শিক্ষাবিদ অধ্যাপক নাজমা চৌধুরীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
- Update Time : ০১:০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধান বিচারপতি মাইনুর রেজা চৌধুরীর সহধর্মিনী শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নাজমা চৌধুরী আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা।
তার সম্পাদিত বই ‘উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড’ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়।
নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়াও তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নাজমা চৌধুরীকে ২০০৭ সালে ‘রোকেয়া চেয়ার’ সম্মাননায় ভূষিত করে।
২০০৮ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারী সিলেটে তার জন্ম। মৃত্যুকালে তার বয়স ৭৯ বছর।