করোনায় দেশে আরো ২৩৫ জনের মৃত্যু
- Update Time : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩৫ জন।
আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৫ হাজার ৭৭৬ জনের শরীরে। করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৯৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।
করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। শনাক্তের হার ২৮.৫৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরো ১৬ হাজার ২৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৫, রাজশাহীতে ২১, খুলনায় ৩২, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।
এর আগে ২৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।
২০২০ সালের ৮ মার্চ প্রথম দেশে করোনাভাইরাস জনিত সংক্রমণের রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে সংক্রমণ ও মৃত্যু ঘটছে।
ডিএএম/এসএম//