করোনায় সুপ্রিমকোর্টের এডভোকেট মঞ্জু নাজনীনের মৃত্যু
- Update Time : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক:
করোনায় সুপ্রিমকোর্টের আইনজীবী ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিষ্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।
মরহুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ঢাকায় বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়া হবে। সোমবার সেখানে জানাজা শেষে তার দাফন করা হবে। এডভোকেট মঞ্জু নাজনীন রোজী ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। এছাড়াও জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি । আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন তিনি। পরে ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
ডিএএম//