জালিয়াতি রোধে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের বর্তমান অফিসিয়াল প্যাড বাতিল
- Update Time : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন (বিজেএসএ) জালিয়াতি রোধে তাদের
বর্তমান অফিসিয়াল প্যাডটি বাতিল করা হয়েছে।
গতকাল ১৮ জুলাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং মহাসচিব বিকাশ কুমার সাহার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম বাসস’কে এ কথা জানান।
বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গোচরীভূত হয়েছে যে, এসোসিয়েশনের প্যাড জালিয়াতি পূর্বক এসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব এর নাম-পদবি ব্যবহার করে একটি কুচক্রী মহল বিভিন্ন ব্যক্তি/দফতর/প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, মনগড়া, মানহানিকর বক্তব্য সম্বলিত পত্র প্রেরণ করছে। যা অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন হতে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান/দফতরে এ ধরনের কোনও পত্র কখনই প্রেরণ করা হয়নি।
‘যারা এ ধরনের অপপ্রচারমূলক পত্র প্রেরণ করছেন, তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হলো। এ ধরনের অপপ্রচারে যে বা যারা জড়িত আছেন, তা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের গোচরীভূত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে এসোসিয়েশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
বিবৃতিতে বলা হয়, বার বার সতর্ক করার পরও প্যাড জালিয়াতি করায় বর্তমান অফিসিয়াল প্যাডটি সম্পুর্ণরুপে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসএম//