শিরোনাম:
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ পার
- Update Time : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
বিশ্বজুড়ে মহামারি করোনা আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৪৩ হাজার ৩৯২ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৩৯ লাখ ৮৭ হাজার ৪০৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫১৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৭৬ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৫৫ জন।
বাংলাদেশেও চলছে করোনার ভয়াবহ তৃতীয় ওয়েব। এ পর্যন্ত হয়েছে মৃত্যু প্রায় সাড়ে ১৪ হাজার।
এসএম//