দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ১৪৩
- Update Time : ০৮:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক:
মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৪৩ জন।
করোনা সংক্রমণ জনিত রোগে এটিই একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।
এর আগে, বুধবার ৩০ জুন দেশে আরো ১১৫ জনের মৃত্যু হয়। এছাড়া শনাক্ত হয় আরো ৮ হাজার ৮২২ জন। দেশে এর আগে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত রোববার ২৭ জুন। ওই দিন মৃত্যুর মিছিলে যোগ হয়েছিল আরো ১১৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দেশে এর সংক্রমণ ও মৃত্যু ঘটছে। করোনাভাইরাস সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতিতে বিপর্যস্ত পুরো বিশ্ব।
ডিএএম/এসএম//