একদিনে করোনা শনাক্তে দেশে নতুন রেকর্ড
- Update Time : ১২:২৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১০৪ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ৩৬৪ জনের শরীরে।
শনাক্তে এটি দেশে নতুন রেকর্ড। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।
২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
করোনাভাইরাস নিয়ে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ২৮ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার দেশে আরো ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১৯ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে সংক্রমণ ও মৃত্যু ঘটছে।
এসএম/এসএইচ//