কারাতে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য
- Update Time : ০৫:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১ Time View
মো: মোশারফ হোসেন ভূঁইয়া :
ওয়ার্ল্ড মার্শালা আর্ট কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২১ প্রতিযোগিতায় রাজধানী ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা একটি স্বর্ণ, একটি রৌপ্য, দুটি তাম্র পদক অর্জন করেছে।
পদক অর্জনকারী শিক্ষার্থীগন হলেন-মৃন্ময় রায়, আঞ্জুমান, দীপ রায়, মুন জেরিন।
ওয়ার্ল্ড মার্শাল আর্ট ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২১ বাংলাদেশ থেকে মোট ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের স্পোর্টস ক্লাবের শিক্ষার্থীরা এই আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন।
এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিম ম্যানেজার ছিলেন শওকত সিদ্দিকী। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের দুই দুইবার সেরা খেলোয়াড় এবং বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কারাতে কোচ ও সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের কারাতে কোচ মোঃ দ্বীন ইসলাম মৈশান।
এমএইচবি/ডিএএম//