শিরোনাম:
কঠোর লকডাউন : সোমবার থেকে সব অফিস বন্ধ, চলবে না গাড়িও
- Update Time : ০৯:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে সোমবা।
এ সময় সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
শুক্রবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২৮ জুন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এসএম/ডিএএম//