সারাদেশ ডেস্ক :
মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু হয়েছে।
গত ৫৫ দিনের মধ্যে প্রাণহানির হিসাবে এই সংখ্যা সর্বোচ্চ। এর মধ্যে সর্বোচ্চ ৩২ জন মারা গেছে খুলনা বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ৬৪১ জন মানুষ শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন মোট ১৩ হাজার ৫৪৮ জন।
এর মধ্যে বিভাগওয়ারি হিসাবে খুলনায় ৩২ জন, ঢাকায় ২১ জন, রাজশাহীতে ১২ জন, চট্টগ্রামে নয়জন এবং ময়মনসিংহে চারজন মারা গেছেন। এছাড়া সিলেটে দুইজন এবং রংপুর ও বরিশালে একজন করে মারা গেছেন।
দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫১ হাজার ৬৬৮ জন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু দুইয়েরই হার গত কয়েক সপ্তাহ যাবত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষ করে সীমান্ত-সংলগ্ন ১৫টি জেলায়। জুন মাসের ৪ তারিখের পর থেকে দ্রুত সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে।
সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে দেশে লকডাউন বা চলাচলে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডিএএম//
Leave a Reply