মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী নিপুণ রায়
- Update Time : ০২:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ২ Time View
নিজস্ব প্রতিবেদক :
কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
শুক্রবার ১৮ জুন দুপুর ১টার দিকে তিনি ছাড়া পান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নিপুন রায়ের শ্বশুর গয়েশ্বর চন্দ্র মুক্তির বিষয়টি গনমাধ্যমকে জানান।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এরপর তিনি সেখান থেকে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। ১৬ জন হাইকোর্টে থেকে পৃথক মামলায় জামিন পান নিপুণ রায়।
গত ২৮ মার্চ রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় গাড়িতে আগুন দেয়ার নির্দেশ দিচ্ছেন, সে সময় এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে আটক করা হয়। এরপর নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়।
এসএম//