কুমিল্লা-৫ এ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাসেম খান
- Update Time : ১০:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণ্পাড়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলটির স্থানীয় প্রবীণ নেতা ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান।
আবুল হাসেম খান প্রয়াত সংসদ সদস্য এডভোকেট আবদুল মতিন খসরুর ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। হাসেম খান সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠনকে ত্বরান্বিত করতে নিরলসভাবে কাজ করছেন।
এডভোকেট আবুল হাসেম খান কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
উপনির্বাচনের জন্য আজ গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা হয়।
গত ১৪ এপ্রিল আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আবুল হাসেম খানকে মনোনয়ন দেয়ায় এ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রশংসা করে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
এসএস//