বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৩৭ লাখ ছাড়ালো
- Update Time : ১২:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
বিশ্ব মহামারি করোনাভাইরাস সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩৭ লাখ ছাড়ালো।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৯৪৩ জন মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় তিন লাখ ১১ হাজার মানুষ।
করোনা মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪২ লাখ ২৭ হাজার ২৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয় লাখ ১২ হাজার ৭০১ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৪ হাজার ৬১৪ জনের।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন। মারা গেছেন তিন লাখ ৫১ হাজার ৩৪৪ জন।
বাংলাদেশেও এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় ১৩ হাজার।
এমকে//