বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে ই-জুডিশিয়ারি প্রকল্প
- Update Time : ১২:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক :
দেশের বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করতে ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিনত করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে দেয়া বাজেট বক্তৃতায় এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে।
তিনি বলেন, ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় এটি ডিজিটালাইজড হচ্ছে। দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিনত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, আটককৃত দুধর্ষ আসামীদের আদালতে হাজির না করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা হবে। সুপ্রিমকোর্টসহ অধস্তন আদালতের কার্যক্রম অটোমেশন এবং নেটওয়ার্কের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, অধস্তন আদালতে বিচারাধীন মামলার তথ্য নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে বিচারপ্রার্থীরা শিগগিরই এর সুফল পাবেন বলে অর্থমন্ত্রী বলেন।
এমএম//