শিরোনাম:
গ্রিন লাইফের চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৬:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির (৪৭) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ মে) কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট (সনোলজিস্ট) হিসেবে কর্মরত ছিলেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রব্বানী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে ডিবি হেফাজতে (আটক নয়) নেয়া হয়েছে। তারা হলেন- নিহত সাবিরার বাসায় সাবলেট থাকা এক তরুণী, সেই তরুণীর বন্ধু ও বাসার দারোয়ান রমজান।
এসএস//