সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলার নিন্দা, প্রত্যাহারে দাবী
- Update Time : ০২:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ)
সাবেক সাংগঠনিক সম্পাদক আফজালের হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা জানিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
নোয়াখালীর আদালতের এক কর্মচারীকে নিয়ে দুর্নীতির প্রতিবেদন করায় সুপ্রিমকোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে হওয়া দুটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলআরএফ।
এলআরএফ-এর সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
এলআরএফ-এর দপ্তর সম্পাদক খাদেমুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেছেন। এখানে তার ব্যক্তিগত কোনো বক্তব্য প্রচারিত হয়নি৷ এমন একটি প্রতিবেদন নিয়ে এভাবে হয়রানিমূলকভাবে একের পর এক মামলা করা উদ্বেগজনক৷ এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যমের নীতির চূড়ান্ত অবমাননা।
নেতৃবৃন্দ আরও বলেন, আফজাল হোসেন সুপ্রিমকোর্টে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন৷ অনেক দুর্নীতি ও অনিয়ম জাতির সামনে তুলে এনেছেন। তার প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ থেকে অনেক আদেশও বিভিন্ন সময় এসেছে। এমন একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি৷
এদিকে আফজাল হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার। তিনি বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে সাংবাদিকরা আন্দোলন কর্মসূচি দিবে।
আফজাল হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠন ইয়থ জার্নালিস্ট ফোরাম, জার্নালিজম এগেইনষ্ট করাপশন।
উল্লেখ্য, আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একই ব্যক্তি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আরেকটি মামলা করেন।
এমকে//