শিরোনাম:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

- Update Time : ০৭:২৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১০৩ Time View
নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর এডভোকেট জেয়াদ আল মালুমকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৭ মে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট নেয়া হয়। মঙ্গলবার ২৫ মে রাতে হঠাৎ অসুস্থ (স্ট্রোক) হয়ে পড়ার পর রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সুপ্রিমকোর্টের আইনজীবী এ প্রসিকিউটরকে। অবস্থার অবনতি হলে তাকে গতকাল লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন এ কথা জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকে জেয়াদ আল মালুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তার সুস্থতায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
ডিএএম/