শুক্রবার ২৮ মে বাজেট ভাবনা দেবে বিএনপি
- Update Time : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয়বারের মতো বাজেট ভাবনা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার আগেই সরকারের উদ্দেশে দলীয় চিন্তাভাবনা তুলে ধরবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৮ মে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের বাজেট ভাবনা জানাবেন তিনি।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গনমাধ্যমকে বলেন, শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি দলীয় সূত্রে জানায়, দলের পক্ষ থেকে বাজেট ভাবনা স্বাস্থ্যখাত, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষা খাতসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। একইসঙ্গে বর্তমান করোনা মহামারিতে সৃষ্ট চলমান পরিস্থিতি ও পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটগুলোর সম্ভাব্য সমাধানের প্রস্তাবসহ দিকনির্দেশনা দেওয়া হবে। আর এই বাজেট ভাবনা সহযোগিতা করছে বাংলাদেশে ন্যাশানালিস্ট রিসার্চ এবং কমিনিউকেশন।
এর আগে সর্বশেষ ২০০৯ সালে রাজধানীর একটি হোটেলে বাজেট ভাবনা দিয়েছিল বিএনপির চেয়ারপার্সন ও তৎকালীন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া নিজেই। ওইবছর বিএনপির সংগঠন জিনাইনের সভাপতি ব্যবসায়ী নেতা সাইফুল ইসলামের সহযোগিতায় গতানুগতিক ধারার বাইরে গিয়ে বাজেটের দিন বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে ঘণ্টায়-ঘণ্টা বাজেট পর্যালোচনাও উত্থাপন করা হয়। বিএনপির পক্ষ থেকে বাজেট ভাবনা দেয়া হলেও ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এর ছন্দপতন ঘটে। কারণ সংসদে বিএনপির কোনো প্রতিনিধিও ছিল না। তবে, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বাজেট প্রতিক্রিয়া দেয়া হলেও আনুষ্ঠানিক বাজেট ভাবনা দেয়া হয়নি।
সূত্র জানায়, শুধু বিএনপির পক্ষ থেকে নয় দলটির সংসদ সদস্যদের পক্ষ থেকেও বাজেট নিয়ে একটা প্রস্তাব সংসদে বা বাইরে তুলে ধরা হবে। তবে তার তারিখ এখনও ঠিক হয়নি। আগামী ২ জুন বাজেট অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা বাজেট নিয়ে তাদের বক্তব্য সাংবাদিকদের জানাবেন। বিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ বলেন, আমাদের সংসদ সদস্যরা এলাকায় আছেন। আগামী ৩০ তারিখ আমাদের বৈঠক। সেখানে তারিখ ঠিক করা হবে। এরপর আপনাদের জানিয়ে দেবো।
এসএম//