রিজভীর বাসায় নাগরিক ঐক্যের মান্না
- Update Time : ০৪:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বাসায় গেলেন নাগরিক ঐক্যের আহবায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।
করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রিজভী’র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার সাথে ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিজভী’র শ্যামলী আদাবরের বাসায় যান ওই দুই নেতা। বিষয়টি গণ্যমাধ্যমকে নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
তুষার বলেন, রিজভী আহমেদের সাথে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইসতিয়াক আজিজ উলফাত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বাসায় যান। তারা দুইজন অসুস্থ রিজভী আহমেদের বাসায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। রিজভীর সাথে তার শারিরীক অবস্থা নিয়ে কথা বলেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। তবে আরো এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকতে হবে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
এর আগে রিজভী আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রিজভীর শারিরীক অবস্থার খোঁজ খবর রাখছেন বলে জানান তুষার।
এসএম//