করোনায় গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু ২৮, শনাক্ত ১৩৫৪
- Update Time : ১০:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন।
একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ এবং সুস্থ হয়েছেন ৮৯৯ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৮ জন।
গতকালের চেয়ে আজ ১০ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩৭৬ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল।
মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৪৯ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৮ লাখ ২০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৪২ লাখ ৫৬ হাজার ৪০৮টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ৬৪ হাজার ২০৪টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। গতকাল পর্যন্ত শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭৫৯ জন।
গতকালে চেয়ে আজ ১৪০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯২ দশমিক ৬৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৫ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৮২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৯২০ জনের।
গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৬২টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ৪০৬টি ও বেসরকারি ৮০টিসহ ৪৮৬টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ২০৫ জনের।
আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ২৩০ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৯৭৫টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
এসএস//