সারাদেশ ডেস্ক :
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী অলি নেতৃত্বাধীন সরকার আস্থা ভোটে হেরে গেলে সোমবার এ ব্যবস্থা নেয়া হয়। বেশ কয়েক মাস ধরে ক্ষমতাশীন দলের মধ্যকার বিভিন্ন অংশের দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
অলি আস্থা ভোটের আয়োজন করলে ২৭১ সদস্য বিশিষ্ট পার্লামেন্টের ৯৩ জন তার পক্ষে ভোট দেন। আর ১২৪ জন পার্লামেন্ট সদস্য তার বিপক্ষে ভোট দিয়েছেন।
বর্তমানে দেশটিতে ক্ষমতাশীন দলে আছেন নেপাল কমিউনিস্ট পার্টি আর সংযুক্ত মার্ক্সসিস্ট ও লেলিনিস্ট পার্টির জোট। এ দলটির ২৮ সদস্য অসন্তুষ্ট। তারা ক্ষমতাশীন দলকে ভোট দেননি শুধু তাই নয় বরং দলের বিরোধীতাও করেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল আর মাধব কুমার নেপালও এ আস্থা ভোটে অনুপস্থিত ছিলেন। সংসদে দলের পার্টি হুইপকে অমান্য করায় তারা সংসদে তাদের আসনও হারাবেন।
অলি এ আস্থা ভোটে হারার ফলে নেপাল আবারো নতুন এক রাজনৈতিক সঙ্কটে পড়তে যাচ্ছে।
এসকে//
Leave a Reply