খালেদা জিয়াকে বিদেশে নিতে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
- Update Time : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত আজ রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেসন্স অফিসার ড. মো: রেজাউল করিম এ কথা জানান।
গত বুধবার রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে আবেদনটি। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তার পরিবার। এ জন্য সরকারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়।
বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার। লিখিত আবেদনটি পাওয়ার পরপরই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে রাতেই পাঠানো হয়। পরে আইনমন্ত্রী আবেদন পেয়েছেন বলে জানান এবং যথাশিগগির মতামত দেয়ার কথা গনমাধ্যমকে বলেন। আজ আইনমন্ত্রীর মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ডিএএম//