বিএনপি নেতা সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম মারা গেছেন
- Update Time : ০২:২৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিলদার হোসেন সেলিম মারা গেছেন।
বুধবার ৫ মে রাত সোয়া ১০টার দিকে সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ঢাকা পোস্টকে বলেন, তিনি দীর্ঘদিন রোগে ভুগছিলেন। আজ রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার ৪ মে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দিলদার হোসেন সেলিম সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে তিনি অংশ নেননি।
ডিএএম//