শিরোনাম:
করোনা : সিঙ্গাপুর প্রবেশে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা
- Update Time : ১২:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
আগামী ২ মে থেকে সিঙ্গাপুর ভ্রমণে বাংলাদেশসহ আরও তিন দেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শুক্রবার ৩০ এপ্রিল সিঙ্গাপুরের স্ট্রেট টাইমস পত্রিকা এ খবর প্রকাশ করেছে।
শুক্রবার ৩০ এপ্রিল সিঙ্গাপুরে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী ২ মে থেকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকরা আর সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না। এসব দেশে যারা গত ১৪ দিন ভ্রমণ করেছেন, তারাও ভ্রমণ করতে পারবেন না।
করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনা মহামারি আকারে বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকে পৃথিবীর প্রায় সকল দেশকেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।
এমকে//