আদালত প্রতিবেদক:
মোসারাত জাহান ওরফে মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে আনস মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি ভার্চ্যুয়াল হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবারের কার্যতালিকায় জামিন আবেদনটি শুনানির জন্য রয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ‘সায়েম সোবহান আনভীর ওরফে সায়েম সোবহান বনাম রাষ্ট্র’ নামে বৃহস্পতিবারের ২৯ এপ্রিল কার্যতালিকায় জামিন আবেদনটি ১৪ নম্বর ক্রমিকে রয়েছে।
২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
মুনিয়া কুমিল্লা শহরের মেয়ে। তার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন।
শুলশানের যে ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে সেটিতে মাসে লাখ টাকায় একাই ভাড়া থাকতো সে। কিন্তু কিভাবে সে টাকা ও তার খরচ আসতো তাতে রয়েছে রহস্য।
মুনিয়ার বোন নুসরাত দাবী করেন, যে অবস্থায় তার বোনের মরদেহ দেহ তিনি দেখেছেন তা তার কাছে আত্মহত্যা মনে হয় নি। তিনি তদন্ত করে প্রকৃত সত্য বের করতে তদন্তকারী কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। ন্যায়বিচারের দাবি জানান নুসরাত। মামলা দায়েরের পর থেকে তাকে অপরিচিত মোবাইল নম্বর থেকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন।
এদিকে মুনিয়ার লাশ উদ্ধারের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।
ডিএএম //
Leave a Reply