শিরোনাম:
দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- Update Time : ০২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে বাসিন্দাগন ভূমিকম্প টের পেয়ে চিৎকার দেয়। এতে অনেক ভবনের বাসিন্দারা নিজ নিজ ফ্ল্যাট বাসা থেকে বাইরে বেরিয়ে আসে। অনেকে অবশ্য ঘুমিয়ে থাকায় বিষয়টি টেরই পায়নি।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে একই সময় ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্পে কেঁপে ওঠেছে বলে জানিয়েছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা। এতে বলা হয়, বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২। আসামের গৌহাটির কাছে শোনিতপুরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে।
ডিএএম//