চলছে ৭ম দফার ভোট: জিতছে তৃণমূল ভোট দিয়ে অভিষেকের আশাবাদ
- Update Time : ০২:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ৩ Time View
কলকাতা প্রতিবেদক:
মহামারি করোনা আবহে রাজ্যে চলছে আজ ২৬ এপ্রিল সপ্তম দফার ভোট।
রাজ্যের ৫ জেলার ৩৪ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। কলকাতার হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরেও চলছে আজ ভোটগ্রহণ পর্ব।
ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসাবে সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।
ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানালেন, ‘করোনা আবহে রাজ্যে মানুষ মারা যাচ্ছেন অথচ আট দফায় নির্বাচন করছে কমিশন। নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেয়ার জন্য আট দফায় নির্বাচন করছে। সাধারণ মানুষের কথা কমিশন ভাবছে না। বাংলার বিধানসভা নির্বাচনে এবারেও দুই–তৃতীয়াংশ আসনে জিতে রাজ্য সরকার গড়বে তৃণমূলই। আমি খুবই আত্মবিশ্বাসী যে রাজ্যে পুনরায় ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জি৷’ অভিষেক ব্যানার্জির আরও সংযোজন, আমি ১০০ শতাংশ আশাবাদী জেতার বিষয়ে। আশ্বস্ত করছি জিতে গেছি আমরা। সপ্তম দফা এবং অষ্টম দফায় আমরা আসন সংখ্যা আরও বাড়ানোর দিকে নজর দিচ্ছি।
অভিষেক বলেন, বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তাই কোনও চিন্তা নেই।
যদিও অভিষেক ব্যানার্জির এই দাবিকে কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাদের দাবি, মানুষ তৃণমূলের সঙ্গে নেই। এবারের ভোটে তৃণমূলকে হারিয়ে মানুষ যোগ্য জবাব দেবে। পিসি–ভাইপোর রাজত্ব এবার শেষ হবে। আর বিজেপি ক্ষমতায় এসে সোনার বাংলা গড়বে।
এ ভোটে আরো লড়ছে সিপিএম-কংগ্রেস সমন্বয়ে সংযুক্ত মোর্চা। তাদেরও দাবী নির্বাচনে তারা ভালো ফলে আশাবাদী।
ডিএএম//