বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
- Update Time : ০১:৪৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ০ Time View
শিক্ষা ডেস্ক :
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২০-২১ স্নাতক প্রোগ্রামে আবেদনের শেষ সময়সীমা ২৪ এপ্রিলের পরিবর্তে ৩ মে পর্যন্ত বাড়িয়েছে।
এখন প্রার্থীরা বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য ৩ মে বেলা ৩টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
শনিবার ২৪ এপ্রিল ভর্তি কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান এবং আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বুয়েট জানায়, ভর্তি প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য বসতে হবে। এরপর সেখান থেকে নির্বাচিত প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনীত হবেন।
৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিতব্য প্রাথমিক ভর্তি পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশিত হবে ৫ মে। চূড়ান্ত পরীক্ষার জন্য ৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এমএস//