আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নবদম্পতি লাইফ সাপোর্টে
- Update Time : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নবদম্পতি আশিকুজ্জামান ও ইসরাত জাহানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
শনিবার ২৪ এপ্রিল সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে তাদের লাইফ সাপোর্টে নেয়া হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাসপাতালে ভর্তি আরও দুজনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। কেউ শঙ্কামুক্ত নয়। সবারই শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে।
মাত্র দেড় মাস আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আশিকুজ্জামানে সঙ্গে বিয়ে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ইসরাত জাহানের। এ দম্পত্তির জন্য তাদের স্বজনদের মাঝে চলছে আহাজারি। স্বজনরা তাদের সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন আরো চার জন।
ডিএএম//