জনসনের টিকার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
- Update Time : ০১:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক:
জনসনের টিকার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১১ দিন স্থগিত রাখার পর জনসন অ্যান্ড জনসনের (জেঅ্যান্ডজে) টিকা আবারও ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের (সিডিসি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সময় শুক্রবার (২৩ এপ্রিল) সিডিসি, খাদ্য এবং ওষুধ প্রশাসনের যৌথ পরামর্শ কমিটির সভায় ১০-৪ ভোটে এ টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এটি কেবল ১৮ বছরের বেশি বয়স্কদের দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রক্ত জমাট বাধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়। এই টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হলেও রক্ত জমাট বাঁধে কি না, এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
প্রায় ৮০ লাখ মানুষ এরই মধ্যে জনসনের করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনের রক্ত জমাট বাধে। এর পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এ টিকা দেয়া বন্ধ রাখা হয়।
এমএম//