লকডাউনে এগারো দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়েছেন সাড়ে ১৩ লাখ মানুষ
- Update Time : ১১:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণ জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঘোষিত সর্বাত্মক ‘লকডাউনে’এগারো দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়েছেন সাড়ে ১৩ লাখ মানুষ।
করোনা সংক্রমণ অবনতির দিকে যাওয়ায় প্রতিরোধে লকডাউন ঘোষণা করে কঠোর বিধিনিষেধ দেয় সরকার। কঠোর এই লকডাউনে জরুরি প্রয়োজনে নাগরিকরা বাইরে বের হতে চাইলে পুলিশ ‘মুভমেন্ট পাস’ দেয়ার ব্যবস্থা করে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ অ্যাপ ও ওয়েবসাইট (https:/movementpass.police.gov.bd) উদ্বোধন করা হয়। গত ১৩ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এগারো দিনে এই মুভমেন্ট পাস নিয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন মানুষ।
এ ছাড়া মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইট ও অ্যাপে গত ১১ দিনে ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি হিট হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে চলমান লকডাউনের মধ্যে আগামী রোববার ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সময়ে শপিংমল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। তবে মুভমেন্ট পাসের আওতাভুক্ত নয় এমন পেশার কারও মুভমেন্ট পাস লাগবে। তারা শপিংমলে বা দোকানে যেতে পারবেন।তাদের নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ডই (পরিচয়পত্র) মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে।
ডিএএম//