আশুলিয়ায় আহতাবস্থায় সাংবাদিক সিয়ামের খোঁজ
- Update Time : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক :
নিখোঁজ হওয়ার এক দিন পর সাভারের আশুলিয়ায় মহসড়কের পাশে আহত অবস্থায় পাওয়া গেছে সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে।
শুক্রবার ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার সাভারের আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় দুই ব্যক্তি। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সিয়ামের সহকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে সিয়াম নিখোঁজ ছিলেন জানিয়ে শুক্রবার স্ত্রী শারমিন সুলতানা তেজগাঁও থানায় জিডি করেন। এ বিষয়ে তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সিয়ামের পরিবারের মাধ্যমে উদ্ধারের খবর জানতে পেরেছেন। তবে কীভাবে আহত হয়েছেন তার জানতে পারেননি।
নেপালের কাঠমাণ্ডু ট্রিবিউন নামে একটি দৈনিকের ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন সিয়াম। এর আগে তিনি দেশের আরটিভিতে কাজ করতেন।
নিখোঁজ হওয়ার আগে ফেসবুকে সিয়াম লিখেছিলেন-পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন।
এমএস//