২০ রমজানের মধ্যে সাংবাদিকদের বেতন-ভাতা প্রদানে দাবি বিএফইউজে ও ডিইউজে’র
- Update Time : ১১:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক:
২০ রমজানের আগে গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের বকেয়া পাওনাদিসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের পাওনাদি ও চলতি বেতন-উৎসব ভাতা ২০ রমজানের মধ্যে প্রদান দাবী জানিয়েছেন। শুক্রবার ২৩ এপ্রিল ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মহামারি করোনাভাইরাস জনিত বাড়তি ব্যয়ের ফলে সাংবাদিকদের জীবন নির্বাহ এমনিতেই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিক কর্মচারীদের বকেয়া পাওনাদিসহ বেতন ভাতা পরিশোধে টালবাহানা করছে। অনেকে নিয়মিত মাসিক বেতনও পরিশোধ করছে না। উপরন্তু মহামারির এ দুর্যোগকালে নানা অজুহাত দেখিয়ে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের সার্বিক পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। অমানবিকভাবে কর্মী ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদকর্মীরা পরিবার পরিজন নিয়ে যাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য ২০ রমজানের আগেই এপ্রিল মাসের বেতন-ভাতাদিসহ সকল পাওনাদি পরিশোধের জোর দাবি জানাচ্ছি।
পাশাপাশি সাংবাদিক ছাঁটাই বন্ধের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ লকডাউন চলাকালে সাংবাদিকদের নিরাপদে কমর্স্থলে আনা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করেন।
এসএম//