মির্জা আব্বাসকে বিএনপির শোকজ
- Update Time : ১১:১৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক:
গুমের শিকার বিএনপি নেতা এম, ইলিয়াস আলী বিষয়ে দেয়া বক্তব্য বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ২২ এপ্রিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি তার কাছে পাঠানো হয়েছে।
বিএনপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, এম ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর উপলক্ষে গত শনিবার এক ভার্চুয়াল আলোচনাসভায় দেয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চিঠি দেয়া হয়েছে মির্জা আব্বাসকে। বৃহস্পতিবার চিঠি ইস্যু করা হয়। আজই তার কাছে তা পৌঁছানোর কথা।
এ বিষয়ে জানার জন্য মির্জা আব্বাসের সাথে যোগাযোগ ও তার বক্তব্য নেয়া যায়নি।
গত ১৭ এপ্রিল দুপুরে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী-ঢাকার উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনাসভায় মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুমের পেছনে আমাদের দলের যারা জাড়িত রয়েছে তাদেরকেও চিহ্নিত করার ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সাথে তার বাগ্বিতণ্ডা হয়। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই বিষধর সাপগুলো এখনো আমাদের দলে রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে বিতাড়িত করতে না পারি, সামনে যাওয়া যাবে না।’
অবশ্য পরের দিন দুপুরে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘কাটপিস করে ইচ্ছেমতো আমার বক্তব্যকে ব্যবহার করা হয়েছে। কী কারণে করা হয়েছে আমি জানি না। এমন কোনো কথা বলিনি, যার জন্য আমাকে বিব্রত হতে হবে। সরকার বা আওয়ামী লীগ ইলিয়াস আলীকে গুম করেনি- এমন কথা আমি বলিনি। আমার কথা বিকৃত করে লেখা হয়েছে।’
মির্জা আব্বাসের দেয়া বক্তব্য প্রচারের পর ইলিয়াস আলীসহ দেশে গুম খুন নিয়ে মানুষের বিশ্বাসের জায়গা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলের অসংখ্য নেতাকর্মী।
মির্জা আব্বাস দলের গুরুত্বপূর্ণ নেতা। তিনি ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী।
ডিএএম//