করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সোয়া ১৮ লাখ লোক
- Update Time : ১২:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক :
দেশে এ পর্যন্ত সোয়া ১৮ লাখ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭। এরমধ্যে পুরুষ ১২ লাখ ৫ হাজার ৭৫৮ এবং নারী ৬ লাখ ১০ হাজার ২২৯ জন।
টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। এরমধ্যে ৩৫ লাখ ৭৩ হাজার ৪৪৬ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৮৮ হাজার ৪৫৬।
এছাড়াও ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১ লাখ ৩৭ হাজার ৭৯৮ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮৮ হাজার ২ এবং নারী ৪৯ হাজার ৭৯৬ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১৬ হাজার ৮১৭ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২২৮ এবং নারী ৬ হাজার ৫৮৯ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৫২৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ২ লাখ ৬৭ হাজার ৮১১ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ৩১৭ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ৮ হাজার ১২৩ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৪৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৬ হাজার ৫০৬ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২ হাজার ২২ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৬৬ হাজার ৪১৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯১ হাজার ৬৩৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫৮ হাজার ৪৬১ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৬ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯২ হাজার ২২৮ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৩৭ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৫ হাজার ১৫৭ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ হাজার ৮৬৭ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৮ হাজার ৩৪৭ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩২২ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৮ হাজার ৪৭২ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।