সমাজসেবক শিক্ষিকা রওশন আরা রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
- Update Time : ১১:৫৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ০ Time View
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরীর একসময়ে সমাজসেবক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের জনপ্রিয় শিক্ষিকা রওশন আরা রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুমা রওশন আরা রহমানের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লার বিভিন্ন এতিমখানায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
মরহুমার একমাত্র মেয়ের জামাই বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সাধারণ সম্পাদক ডা: আতাউর রহমান জসিমের উদ্যোগে জেলার ব্রাহ্মণপাড়ার চান্দলায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
এছাড়াও রওশন আরা রহমানের কন্যা বার্ড কর্মকর্তা কাজী সোনিয়া রহমানের সহযোগিতায় পথিকৃৎ সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
রওশান আরা রহমান মর্মান্তিক এক দূর্ঘটনায় নিজ বাসায় ইন্তেকাল করেন। আজ ছিল তার ১০ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুকালে তিনি স্বামী প্রফেসর কাজী সফিকুর রহমান, দুই পুত্র, এক কন্যা, নাতনী, বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের জনপ্রিয় শিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি নগরীতে একজন সমাজসেবক হিসেবে অবদান রেখে গেছেন।
তার অসংখ্য ছাত্র-ছাত্রী দেশ বিদেশে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত। পরিবারের পক্ষ থেকে রওশন আরা রহমানের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়েছে।
এসএস//