খালেদা জিয়ার সুস্থতায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল
- Update Time : ১১:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ০ Time View
মোশারফ হোসেন ভূইঁয়া :
সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন ও গণমাধ্যমের সুহৃদ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২১ এপ্রিল বুধবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাবের নামাযকক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে করোনা ভাইরাসসহ নানা রোগে আক্রান্ত দেশনেত্রী ও মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করা হয়েছে। এবং অসুস্থ সাংবাদিকদের আরোগ্য, মৃত্যুবরণকারী সাংবাদিকদের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।
সাংবাদিক সমাজের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাব এবং বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
দোয়া মাহফিল আরও অংশগ্রহণ করেন জাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের সহসভাপতি বাছির জামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বিএফইউজের সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মোহসীন, বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য জিয়াউর রহমান মধু, আবদুস সেলিম, জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক নেতা শামসুল হক দুররানী, আবদুল গাফফার মাহমুদ, ডিইউজের সদস্য জিয়াউর রহমান, শেখ মো. তাজুল ইসলাম, রাসেল আহমেদ, মীর হোসেন মীরন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান।
সংক্ষিপ্ত বক্তৃতায় সাংবাদিক নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিডিয়াবান্ধব মজলুম নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে করোনাসহ নানা জটিলতায় চিকিৎসাধীন সাংবাদিকদের রোগ মুক্তি এবং এরই মধ্যে যে সব সংবাদিক ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
নেতৃবৃন্দ কারাবন্দী অসুস্থ বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী ও সিনিয়র সাংবাদিক সাদাত হোসাইনের সুচিকিৎসা ও অবিলম্বে মুক্তির দাবি জানান।
এসএস//