নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তবে এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।
চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন শুরু হয় ১৪ এপ্রিল থেকে। এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। এরমধ্যে ফের এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
এদিকে মহামারি করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
ডিএএম//
Leave a Reply