শিরোনাম:
আফগানিস্তানে মসজিদে গুলি, একই পরিবারের ৮ জন নিহত
- Update Time : ০১:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি মসজিদে বন্দুক হামলা চালিয়ে একই পরিবারের আট সদস্যকে হত্যা করা হয়েছে।
রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নানগরহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমরখিল জানিয়েছেন, শনিবার রাতে জালালাবাদ শহরে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিবাদের জের ধরে এই ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ সহোদর ও তাদের তিন চাচাতো ভাই নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে আমরখিল বলেছেন, ঘটনাটি তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা সাধারণ ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায়ই সহিংস পথ অবলম্বন করে থাকে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এসএস//