শিরোনাম:
করোনায় মৃত্যু ২৪ ঘন্টায় দ্বিতীয় দিনের মতো শতক ছড়ালো
- Update Time : ০৬:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০১ জনের মৃত্যু হয়েছে।
এতে লাগাতার দ্বিতীয় দিনেও শতক ছাড়ালো মৃতের সংখ্যা। এ নিয়ে এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৮৩ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৪৭৩ জনের শরীরে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনে।
করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
এর আগে শুক্রবার দেশে আরো ৪ হাজার ৪১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ১০১ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
ডিএ//