দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Update Time : ০২:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ৩ Time View
সারাদেশ ডেস্ক:
ভারতে বাঙালি অধ্যুষিত রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন চলছে।
টানা আট দফায় অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রথম চার দফা সম্পন্ন হয়েছে। বাকি চার দফাও সম্পন্ন হবে দুই সপ্তাহের মধ্যেই।
দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে আবারও সরকার গঠনের আশার কথা জানালেন রাজ্যটির টানা দুইবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার দাবি করেন যে, পশ্চিমবঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে বিজেপি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবো আমরা। তৃণমূলের শীর্ষ নেত্রীর কথায়, এবারের ভোট বাংলার সম্মানের ভোট। বাংলার ঐতিহ্য, সম্মানের লড়াই। এখানে বড় ভূমিকা পালন করছেন বাংলার মা-বোনেরা।
বৃহস্পতিবার ১৫ এপ্রিল কলকাতার গনমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মমতা একথা বলেন।
চলমান বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস কয়টা আসন পেতে পারে- এমন প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষের প্রতি আমার বিশ্বাস, ভরসা, আস্থা সম্পূর্ণভাবে রয়েছে। আর এবারের নির্বাচন হচ্ছে বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। বাংলা যেন বাংলায় থাকে তার লড়াই। বাংলা মায়ের সম্মান।’
‘বাংলার ইজ্জত, সভ্যতা, সংস্কৃতি, ভাষা, বর্ণ, সংহতি, সম্প্রীতি বাঁচানোর লড়াই। তাই এই লড়াইয়ে আমি মনে করি মা-বোনেরা একটা বড় ভূমিকা পালন করবেন। সঙ্গে তরুণ প্রজন্মও। কৃষক, শ্রমিক থেকে শিক্ষক, সব পেশার মানুষই এবার তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে বলে আমি আত্মবিশ্বাসী।’
তৃণমূল প্রধান বলেন, ‘এটা দিল্লির নির্বাচন নয়, বাংলার নির্বাচন। আর আমরা, আমাদের সরকার কাজ করে দেখিয়েছি এবং আগামী দিনেও করব। এই ভরসাটা মানুষের রয়েছে। আমার বিশ্বাস দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমরা পাবো।’
ধর্ম, জাত, সম্প্রদায়ের মেরুকরণের ভিত্তিতে এবারের ভোট হচ্ছে বলে অনেকে মনে করছেন। এ বিষয়ে মমতা বলছেন, ‘এটা পুরোটাই বিজেপি করেছে। বিজেপি মতুয়া, রাজবংশী সবার কাছে গিয়ে বলছে আমরা তোমাদের পক্ষে, কিন্তু আসলে ওরা কারও পক্ষেই নয়। সবাইকে গিয়ে ভুল বোঝাচ্ছে। চালাকি করে ভাগ করার চেষ্টা করছে।’
‘বাংলার মানুষ একটা পরিবার। হিন্দু-মুসলমান-শিখ-ইসাঈ-তফশিলি-আদিবাসী-মতুয়া-রাজবংশী-কুজুর-মাহাতো থেকে ছোট-বড় জনগোষ্ঠী মিলে বাংলার একটা বড় পরিবার। সেটাকে আলাদা করা যাবে না। একটা সময় মানুষকে ভুল বোঝানো যায়, কিন্তু সবসময় নয়।’
আক্রমণের ধার বাড়িয়ে তিনি বলেন, ‘পশ্চিম বাংলাকে যেন গুজরাট দখল করে নিতে না পারে সে ব্যাপারে বাংলার লোক সতর্ক। বাংলা গুজরাটের হাতে গেলে আমাদের অস্তিত্ব, ভাষা, সংস্কৃতি সব হারিয়ে যাবে। বাংলার মানুষ সেটা হতে দেবেন না বরং এবারের নির্বাচনে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে, এটা আমার ধারণা।’
এমএইচ//