শিরোনাম:
করোনায় দেশে একদিনে মৃত্যুর রেকর্ড
- Update Time : ০৬:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক :
দেশে মহামারি করোনায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু।
এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৮২২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।
সোমবার ১২ এপ্রিল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনায় আরও সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৯৬৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ।
এর আগে গতকাল রোববার (১১ এপ্রিল) ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা যান ৭৮ জন।
ডিএএম//