করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়া, ভালো আছেন : মির্জা ফখরুল
- Update Time : ০৬:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নেয়া হয়েছিল। সেখানে তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ পেয়েছি। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হয়েছে। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই।
মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। যদি কোনো প্রয়োজন হয় তখন পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।
খালেদা জিয়া তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলের সকল স্তরের নেতা-কর্মীদের কাছে আহ্বান থাকবে দেশনেত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চাইবেন এবং সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া করবেন। অনুরোধ থাকবে স্থানীয় মসজিদে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চাইবেন।
ডিএএম//